প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০
গত ২৮ নভেম্বর ২০২১ সনাক-এর মাসিক সাধারণ সভায় সনাক সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে সহকারী অধ্যাপক শাহানারা বেগমকে সভাপতি, ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাসকে সহ-সভাপতি হিসেবে আগামী বছরের জন্য পুনঃনির্বাচিত করা হয়েছে। এ কমিটি আগামী এক বছর (২৯ নভেম্বর ২০২১- ২৮ নভেম্বর ২০২২) পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক চাঁদপুর। পাশাপাশি সনাক চাঁদপুর স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবামূলক খাত যেমন : শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, ভূমি, জলবায়ু, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে সেবার মান বৃদ্ধিসহ সরকারি বেসরকারি পর্যায়ে দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
সভায় উপস্থিত ছিলেন সনাক সভাপতি শাহানারা বেগম, সনাকের সহ-সভাপতি সবিতা বিশ্বাস ও ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত, সদস্য মোঃ আব্দুল মালেক, এবিএম নজরুল ইসলাম সাজু, ইসমত আরা সাফি বন্যা, মোঃ আলমগীর পাটওয়ারী, রফিক আহমেদ মিন্টু, জেসমিন আক্তার, অ্যাডঃ পলাশ মজুমদার ও টিআইবির কর্মীবৃন্দ।