শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
অনলাইন ডেস্ক

সারাদেশের ন্যায় চাঁদপুরেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারীর সভাপ্রধানে ও সঞ্চালনায় ২৯ নভেম্বর সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ১৯৮০ সালে মাত্র ৩টি সংগঠন নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যাত্রা শুরু হয়। বর্তমানে ৩৩২টি সংগঠন এই ফেডারেশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। চাঁদপুর শহরের ৫টি নাট্যসংগঠন এই ফেডারেশনের সাথে জড়িত। বক্তারা আরো বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সাংস্কৃতিক কর্মীদের বাৎসরিক যে সম্মানী দেয়া হয়, তাতে ‘অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মী’ শব্দটি ব্যবহার হয়ে থাকে। এ কথাটি বাদ দিয়ে ‘শিল্পী সম্মানী’ বলার জোর দাবি জানানো হয়। কারণ, শিল্পীরা অসচ্ছল শব্দের কারণে নিজেদেরকে অসম্মানিত করা হয় বলে জানান।

সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃণাল সরকার, বর্ণমালা থিয়েটারের সাধারণ সম্পাদক মাহবুব আলম, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, অনুপম নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি কার্তিক সরকার, চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি নজরুল ইসলাম রণি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়া ও সহ-সভাপতি পরিমল দাস নুপুর, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ও সদস্য হৃদয় কর্মকার, অনুপম নাট্যগোষ্ঠীর সদস্য আঃ রশিদ প্রমুখ। আলোচনা পর্ব শেষে বেশ ক’টি নাটকের বিশেষ দৃশ্য পরিবেশন করে নাট্যভিনেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়