শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা কে কত ভোট পেলেন
মাহবুব আলম লাভলু ॥

গত রোববার মতলব উত্তর উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ছিলো নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো তৎপর। ভোটারদের ভোটদানের আগ্রহ ছিলো দেখার মতো। নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন ও স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেন। দূরবর্তী বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা করে উপজেলা কন্ট্রোল রুমে আসতে সময় লেগে যায় রোববার গভীর রাত পর্যন্ত। তাই পরদিন ভোটের সংখ্যাসহ পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি।

ষাটনল ইউপি : স্বতন্ত্র প্রার্থী মোঃ ফেরদাউস আলম (আনারস) ৫১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শরীফ উল্লাহ সরকার (নৌকা) প্রাপ্ত ভোট ৪৮৯৩।

সাদুল্যাপুর ইউপি : স্বতন্ত্র প্রার্থী জোবায়ের আজীম পাঠান স্বপন (আনারস) ৫৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লোকমান আহমেদ (নৌকা) প্রাপ্ত ভোট ৪৮১১, স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম (ঘোড়া) প্রাপ্ত ভোট ৮৮ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ মাহবুবুর রহমান (হাতপাখা) প্রাপ্ত ভোট ৬৪৭।

বাগানবাড়ি ইউপি : স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল্লাহ আল মামুন (আনারস) ৫৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নান্নু মিয়া (নৌকা) প্রাপ্ত ভোট ৪৪৫১।

কলাকান্দা ইউপি : স্বতন্ত্র প্রার্থী মোঃ সোবহান সরকার (আনারস) ৩৭৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ গোলাম কাদির (নৌকা) প্রাপ্ত ভোট ২৭২৬, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু ইউসুফ মিজি (হাতপাখা) প্রাপ্ত ভোট ১৯০, স্বতন্ত্র প্রার্থী আবদুল কাইয়ুম (টেলিফোন) প্রাপ্ত ভোট ১২, মোঃ বাবলু (ঘোড়া) প্রাপ্ত ভোট ৬ ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ রিপন (চশমা) প্রাপ্ত ভোট ৪।

এখলাছপুর ইউপি : স্বতন্ত্র প্রার্থী মোঃ মফিজুল ইসলাম মুন্না (মোটরসাইকেল) ৩১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডঃ মোহাম্মদ জসিম উদ্দিন (নৌকা) প্রাপ্ত ভোট ৩০৭৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী তরিকুল ইসলাম (হাতপাখা) প্রাপ্ত ভোট ১৭৬, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ছাইফুল ইসলাম (আনারস) প্রাপ্ত ভোট ১৬৮ ও মোহাম্মদ গিয়াসউদ্দিন গাজী (ঘোড়া) প্রাপ্ত ভোট ৪৫৩।

ফতেপুর পূর্ব ইউপি : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমল হোসেন চৌধুরী (নৌকা) ৬৪৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম পাটোয়ারী (আনারস) প্রাপ্ত ভোট ৪৪৪৮ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী বাতেন মজুমদার (হাতপাখা) প্রাপ্ত ভোট ৭৩০।

ফরাজীকান্দি ইউপি : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ মোহাঃ রেজাউল করীম (নৌকা) ১১৬০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন দানেস (ঘোড়া) প্রাপ্ত ভোট ৪৬৯৭, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সৈয়দ হোসেন (হাতপাখা) প্রাপ্ত ভোট ৫৯৮, স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল হোসেন গাজী (আনারস) প্রাপ্ত ভোট ২০৪০ ও জাকের পার্টির প্রার্থী আঃ হান্নান প্রধান (গোলাপফুল) প্রাপ্ত ভোট ২২৯।

সুলতানাবাদ ইউপি : স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক খোকন (ঘোড়া) ৪৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবা ইসলাম সিফাত (নৌকা) প্রাপ্ত ভোট ৪০৬৯, স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সোহেল (আনারস) প্রাপ্ত ভোট ২৩৩৯ ও মোঃ জসিম উদ্দিন জমাদার (চশমা) প্রাপ্ত ভোট ৩২।

গজরা ইউপি : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শহীদ উল্লাহ প্রধান (নৌকা) ৫৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এবং স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম (আনারস) প্রাপ্ত ভোট ৭৯৪।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়