শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁসক ছাত্রীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক মেডিকেল শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার
অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর রোববার দুপুর ২টায় চাঁদপুর সরকারি কলেজের রাজু ভবনের ১০৮নং কক্ষে চাঁদপুর মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেস্টস সোসাইটি (বিএমএসএস)-এর উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার ‘চারুর হাসিমুখ’ অনুষ্ঠিত হয়। কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রায় দুইশ’ ছাত্রী এতে অংশগ্রহণ করে। কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ স্বাস্থ্য বিষয়ক এ ধরনের একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করায় চাঁদপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে চাঁদপুর সরকারি কলেজ এবং চাঁদপুর মেডিকেল কলেজ কাঁধে কাঁধে মিলিয়ে আরো সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আলোচ্য সেমিনার থেকে অর্জিত জ্ঞান অন্য ছাত্রীদের মাঝে শেয়ার করার জন্যে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে পিসিওএস (পলি সিস্ট ওভারিয়ান সিনডোম) বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন চাঁদপুর মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সাবেকুন নাহার প্রান্তি। তাকে সহযোগিতা করেন ৩য় বর্ষের রিপা তামিমা, তাসকিন ফারাহ, কামরুন নাহার কেয়া, মাহফুজা আফরিন তমা, জান্নাতুন নাহার ঝুমি, সাবরিনা তাবাস্সুম ফারিন, শামছুন নাহার হেনান, জাহিন বানজিবা প্রমা, শাহরিয়ার হক, সফওয়াত সাইফ উল্লাহ এবং সাফায়াত সাজিদ। মেডিকেল কলেজের প্রথম বর্ষের রিজোয়ানা ইসলাম, সানিলা সারা, মারিয়া আলম, অর্পিতা মজুমদার, রনফুজ্জামান অরিন, হীরা মনি, নাবিলা নাহরীন এবং তানিশা তানজীম তকী উপস্থিত ছিলেন। চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আনিসুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কামরুল হাছান এবং ড্যাফোডিল কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদের রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা তৌফিকা আক্তার, প্রভাষক রোকসানা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক নিশাত আমিন, এসএম জাকিয়া জাহান, সমাজকর্ম বিভাগের প্রভাষক নাশিদ সিফাত এবং রসায়ন বিভাগের প্রদর্শক লিজা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়