প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গুরুতর আহত সাজ্জাদুর রহমান সজীব (৩০) নামে এক তরুণ আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মারা গেছেন। ২৮ নভেম্বর রোববার বিকেল সাড়ে চারটায় উক্ত হাসপাতালে রক্তাক্ত অবস্থায় তাকে আনা হলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রূপক সাহা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ তথ্য হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়।
জানা যায়, নিহত সজীব ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও নয়নপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। গুরুতর আহত অবস্থায় সজীবকে চাঁদপুরের হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম (৩২) জানান, ইছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ৩নং ওয়ার্ডস্থ নয়নপুর কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে বিকেল সাড়ে তিনটায় সজীবের উপর লাঠিসোটা নিয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা-নাক-মুখমণ্ডল মারাত্মক জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। ওই ঘটনায় করিমসহ আরো দুজন আহত হয়।
নিহত সজীব ৪নং ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহনাজ বেগমের সমর্থক ছিলেন।
এদিকে মতলব উত্তর ও দক্ষিণ ইউপি নির্বাচনে সহিংসতায় সোহেল (৪০) ও মামুন (৩৫) নামে দু যুবক গুরুতর আহত হয়। তাদেরকে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।