প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শনিবার সকালে শিক্ষার্থীসহ আমন্ত্রিত মেহমানদের উপস্থিতিতে মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী আলহাজ সৈয়দ আহমেদ পাটওয়ারী।
মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ ফখরুল ইসলামের সভাপ্রধানে অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারী, মাদরাসার স্থায়ী দাতা সদস্য আলহাজ মোঃ রুহুল আমিন মিয়াজী, প্রভাষক আবু ইউনুছ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন পাটওয়ারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আমির হোসেন।
অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বর্তমান সভাপতি প্রকৌশলী আলহাজ সৈয়দ আহমেদ পাটওয়ারীকে পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি পদে নাম প্রস্তাব করলে সকলেই তা সমর্থন করেন।