প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ মোতালেব জমাদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার হাইমচর উপজেলার বিভিন্ন মসজিদে ও মোতালেব প্লাজায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর ২০২০ তারিখে মোতালেব জমাদার তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আঃ ছাত্তার হাওলাদারের জামাতা।
আঃ মোতালেব জমাদারের মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সদস্য মফিজ আখন, খালেক আখন, ছাত্রলীগ নেতা বাবু জমাদার, আওয়ামী লীগ নেতা খোকন বিশ্বাস, হাবিব আখন, আমান সরকার, আনোয়ার কবিরাজ, ছাত্রলীগ নেতা এমরান তালুকদার, হৃদয় জমাদার, ফাহিম, শরিফ জমাদার, ইউনুস মিয়াজী, আলী হামজা বেপারীসহ নেতৃবৃন্দ।