প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং কেন্দ্র কাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন শতবর্ষী ফিরোজা বেগম। ফিরোজা বেগম নিজে হাঁটতে পারেন না। নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে আসেন তিনি। এতো বয়স হলেও কথা বলছিলেন স্পষ্ট ভাষায়। ভোট দিতে আসার প্রতিক্রিয়ায় তিনি জানান, ভোট দেয়ার পরিবেশ আছে সেজন্যে তিনি নাতির কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় তিনি খুশি বলে জানান।