প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সদ্য সাবেক শিক্ষার্থী নাজিম উদ্দিন। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফলে পেয়েছে আশানুরূপ সাফল্য। নাজিমের ভর্তি পরীক্ষার ফলাফল দেখলে যে কেউ আনন্দিত হবেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে (ঈ-টহরঃ) ৮০৫তম স্থান অর্জন, একই বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন (উ-টহরঃ) বিভাগে ৮৫তম স্থান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ২৮৫তম হয়ে মেধা তালিকায় স্থান, উক্ত বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ৩০তম স্থান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ৪৮৫তম হওয়ার গৌরব অর্জন করে নাজিম উদ্দিন।
তার পরবর্তী টার্গেট বিএমএ লং কোর্সে ভর্তি পরীক্ষা। সে ওখানেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে বলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সকল শিক্ষকগণ আশাবাদী।
নাজিমকে নিয়ে হাজীগঞ্জ ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাছান তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, যা নিচে তুলে ধরা হলো-
# নাজিম সমাচার : একজন ভালো শিক্ষার্থীর গল্প
নাম তার মোঃ নাজিম উদ্দিন। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী। এখন অবশ্য তার পরিচয় সাবেক সফল শিক্ষার্থী। নাজিম যদিও আমাদের ডিপার্টমেন্টের নয়, তবুও তাকে নিয়ে আমাদের আগ্রহ ছিল। থাকার অবশ্য কারণও আছে। নাজিম যখন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি হয় তখনই তাকে নিয়ে একটি হইচই হয়। তার কারণ সে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছিল। সাধারণত আমাদের উপজেলার ভাল শিক্ষার্থীরা পাস করে ঢাকামুখী হতে চায়। হয়তো তারও ইচ্ছে ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে হাজীগঞ্জ ডিগ্রি কলেজই ভর্তি হয়। এরপর থেকে কলেজে যত পরীক্ষা হয়েছে সবগুলোতেই সে প্রথম স্থান অধিকার করতো। টেস্ট পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত একমাত্র শিক্ষার্থীও ছিল সে। কিন্তু নাজিমের দুর্ভাগ্য, সে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাই আমাদেরও পরখ করা সম্ভব হয় নি আসলেই সে কতটা ভাল স্টুডেন্ট। করোনার থাবায় সবকিছু ল-ভ-। অবশ্য তার পূর্ববর্তী ভালো রেজাল্টের কারণে ২০২০ সালের অটোপাসেও সে গোল্ডেন জিপিএ-৫ পায়। এরপর তার চ্যালেঞ্জ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা পিছিয়ে যায়। কিন্তু নাজিম তার লক্ষ্যে ছিল অবিচল। যার ফলাফল ইতিমধ্যে সে পাওয়া শুরু করেছে।
উল্লেখ্য, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এবার আরো দুজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তারা হলেন মোঃ সাকিব মুন্সি ও নিশিতা সুলতানা গল্প। অন্য কোনদিন তাদের সম্পর্কে গল্প বলবো সে প্রত্যাশা রেখে আরো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।