প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০০:০০
২৮ নভেম্বর রোববার সকাল এগারোটায় চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (শিক্ষাবর্ষ ২০১৯-২০)দের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রতি বিভাগ থেকে তিনজন করে মোট নয় জন শিক্ষার্থীকে আব্দুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, পাঠোন্নয়ন কমিটির আহ্বায়ক মোঃ আলী আজগর ফকির, সদস্য মোঃ সেলিম হোসেন, উপবৃত্তি কমিটির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ খলিলুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বেদারুল আলম, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন বাহার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরীফ চিশতী, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে দেশসেবায় নিজেদেরকে নিয়োজিত করার আহ্বান জানান। তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদেরকেই একদিন দেশের দায়িত্ব নিতে হবে, বাবা-মায়ের মুখে, তথা দেশের জনগণের মুখে হাসি ফোটাতে হবে। শিক্ষার্থীরা তাদেরকে বৃত্তির জন্য নির্বাচিত করায় কলেজ পরিবার এবং আব্দুর রহমান স্মৃতি বৃত্তি দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।