প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উন্নত চিকিৎসার জন্য শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর শুক্রবার বাদ আছর উপজেলার শাহ্ সাহেব জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। তারা আরো বলেন, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্যে সরকার বঞ্চিত করছে। প্রতিহিংসার কারণে সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে দিচ্ছে না। তারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে তার দায়িত্ব নিতে হবে। খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে সরকার উদারতা দেখাতে পারে।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ মোঃ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আঃ ছাত্তার, কাজী জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমেদ, ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ আলম প্রমুখ। আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।