প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সুপারিশের প্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ গ-এর উপধারা অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক কোকিলকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে। উক্ত অব্যাহতি ২৫ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে।
অব্যাহতি প্রদানের বিষয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের সাথে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।