প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা শহরের বাসস্ট্যান্ড এলাকাস্থ গোর এ গরিবাঁ জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গোর এ গরিবাঁ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুর রশীদ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী হুমায়ুন, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইউসুফ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, জেলা যুবদলের সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, জয়নাল গাজী, যুবনেতা সোহেল কাজী, জেলা যুবদলের সাবেক নেতা চুন্নু দেওয়ান, মজিব পাটওয়ারী, মোঃ হোসেন মইসা, যুবদল নেতা ওসমান গণি জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহআলম চোকদার, শ্রমিক নেতা মাঈনুদ্দিন চোকদার, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর চোকদারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।