প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
‘সদ্ গুরুর নামে অবিচল’ এ ভাবধারাকে সামনে রেখে চতুর্দশ ভূবনের অধিপতি, কলির কা-ারী ও নররূপে নারায়ণ শ্রীশ্রী রামঠাকুরের চরণে আশ্রিত সকল গুরু ভাই-বোনের প্রাণের সংগঠন চাঁদপুর রাম কাননের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গত ২৬ নভেম্বর শুক্রবার চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় রামভক্তসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। পরে পর্যায়ক্রমে পূজা, ভোগারতি, দুপুরে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা ও রাত ৯টায় সত্যনারায়ণ সেবার প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেণী-পেশার ভক্তবৃন্দসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় রামকানন চাঁদপুরের আহ্বায়ক গৌতম দত্ত বাপ্পী ও সদস্য সচিব সুকান্ত ঘোষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।