প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর হরিণা চৌরাস্তা মদিনা জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হরিণা চৌরাস্তা মদিনা জামে মসজিদের ইমাম মাওঃ বিল্লাল হোসাইন। দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন ১৩নং হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ মাস্টার, সাধারণ সম্পাদক ও হানারচর ইউপির সাবেক চেয়ারম্যান মোক্তার গাজী, হানারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন টেলু বেপারী, সাংগঠনিক সম্পাদক নজু বেপারী, যুবদলের সাবেক সভাপতি আহসান বেপারী, হানারচর ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, হানারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদল নেতা শাওন, রিয়াদ, নুরু ইসলাম, ইউসুফ, বাপ্পি প্রমুখ। পরে মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।