প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপি নেতা হাজী মোশারফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডস্থ নিশিবিল্ডিং এলাকার হাওলাদার জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আশেকে এলাহি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশারফ হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, চাঁদপুর সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান রণি, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত খান, বিএনপি নেতা আলহাজ্ব সিরাজ মাল, মোঃ জাহাঙ্গীর জমাদার, ছাত্র নেতা সোহেল বেপারী, মোঃ রোমান খান, আমিন খান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ মুরাদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম খান, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আকাশ, সদস্য সাঈফ, ছাত্রনেতা মামুন, কবির আহমেদ, রাব্বী, শাহাদাত, সাইফুল, তৌহিদ, রাকিবসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সকল মুসল্লি দোয়া মাহফিলে শরীক হন। দোয়া ও মোনাজাতের পর মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়েছে।