প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে ২০২১-২০২২ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে শীতকালীন রবি মৌসুমের রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম (রোমান)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তছলিম আহমেদ ও উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ফিরোজ হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার নূরে আলম, নাইমুল ইসলাম মিয়া, সাজেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এদিন মোট ৬৭৬ জন কৃষকের মাঝে পেঁয়াজ, ভুট্টা, গম, সরিষাসহ মোট নয়টি আইটেমের বীজ এবং কীটনাশক সার দেয়া হয়।