প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারস্থ গাজীর খাদায় যুবলীগের কার্যালয়ে কয়েক হাজার নেতা-কর্মী রং বেরংয়ের ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান সহকারে উপস্থিত হন। র্যালির নেতৃত্ব দেন পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।
র্যালিটি কার্যালয়ের সামনে থেকে হাজীগঞ্জ বাজারস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ও অরুপ কর্মকারসহ অন্য অতিথিবৃন্দ।
র্যালিতে আরো অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান মজুমদার, কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মশিউর রহমান পাটওয়ারী, বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অমল ধর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ ও রাজন সাহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর কাজী মনির হোসেন, মাইনুদ্দিন মিয়াজী ও শাহআলম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম চৌধুরী জনি, সদস্য আবু সুফিয়ান, মহিবুর রহমান খোকন, লিটন তালুকদার, আরিফ মজুমদার, রাশেদুল আলম, সোহেল রানান, মেহেদী আল জাবের, খায়রুল হাসান, সরোয়ার আলম রনি, পৌর ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম, মোঃ শরীফ, মোঃ রবিন, শাহাদাত মিজি, আহসান, আলামিন, রাকিব বেপারী, সিপন দাস, সঞ্জু দাস, মিন্টু দাসসহ পৌরসভার সকল ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পদক উপজেলা আওয়ামী লীগ, জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।