শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুরে মসজিদে মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবাদ বাদ জুমা চাঁদপুর জেলা বিএনপি, উপজেলা, ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এলাকাভিত্তিক মসজিদগুলোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমোড়া মদিনা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং খালেদা জিয়ার জন্যে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে শরীক হন।

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কালাম পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ, চাঁদপুর বাসস্ট্যান্ড গোর-এ-গরীবা জামে মসজিদ, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদসহ জেলা-উপজেলার সকল মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।

বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, যুবদল নেতা শানু বেপারী, জেলা ছাত্রদল সভাপতি ইমান হোসেন গাজী, নিশি বিল্ডিং হাওলাদার জামে মসজিদে জেলা বিএনপি নেতা মোশারফ হাজী, ব্যাংক কলোনী বাইতুল ফালাহ জামে মসজিদে জেলা যুবদলের দোয়া মাহফিলে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বিএনপি নেতা মফিজ, সদর থানা যুবদলের সদস্য নাসির গাজী, ১৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, যুবনেতা মানিক মিজি, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত, ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ জেলা বিএনপির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, মৈশাদী ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে শুক্রবার দোয়া কর্মসূচি পালন করেছে দলটি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর চাঁদপুরের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীরা দেশনেত্রীর জন্য দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়