প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তিতে আসন্ন এইচএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপ্রধানে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহমেদ হোসেন মজুমদার, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, চিতোষী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুন আহসান চৌধুরী, সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, মেহের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাহুল তারন, চিতোষী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন প্রমুখ।