প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ফরিদগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত কমিটিতে উৎপল সাহাকে আহ্বায়ক ও প্রদীপ কুমার দাসকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : সদস্য চন্দন কুমার দাস, রাজীব মজুমদার, অমর চন্দ্র দাস, রতন চন্দ্র দাস, দিলীপ চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, সবুজ চন্দ্র দাস, ঝুটন চন্দ্র দাস, পরিতোষ দাস, রনজিৎ তন্ময়, নিখিল কর্মকার, লিটন স্বর্ণকার, নয়ন মজুমদার, সমর দাস, সুবির সাহা, ডাঃ সমর দাস, সুমন দাস, সুকুমার কুরি, শ্যামল দাস, রাম চন্দ্র দাস, রূপক কুরি, বিপুল কুরি, মানিক কুরি, প্রদীপ তালুকদার, ডাঃ রনজিৎ দাস, শ্যামল দাস, মিঠুন রবিদাস, সুজন দাস, মিঠুন দে, উত্তম দেবনাথ, সহদেব, ডাঃ মিঠুন, শ্যামল মজুমদার, সুমন হাজরা, আশিষ দে, জগন্নাথ দাস, দিনেশ রায়, শীতল দাস, শংকর দাস, মিঠুন দাস, নান্টু রায় চৌধুরী, সমির কুরি, শংকর স্বর্ণকার, সুবির চক্রবর্তী, রাজীব পোদ্দার, হৃদয় লোধ, বিমল দাস, রিটন মুজমদার, দীপক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, কৃষ্ণকমল দাস, পলাশ হাজরা ও অপু দাস।