শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে চাঁদপুর জেলা যুবদল। ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, আমরা আপনাদের উচ্ছ্বাস দেখেছি। আপনারা এখন আর ঘরে বসে থাকতে চান না। সারাদেশের মানুষ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা চায়। অথচ সরকার বেগম জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে। আমরা সরকারকে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না। আপনারা আগুন নিয়ে খেলবেন না। তাহলে সারাদেশে আগুন জ্বলে উঠবে। এই সরকার গৃহপালিত বিরোধীদলের নেত্রী বেগম রওশন এরশাদকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়, অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশের পরিচালনায় যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, শহর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোহেল গাজী, মান্নান খান কাজল, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাফর মাঝি, সহ-দপ্তর সম্পাদক ইউছুফ মিয়াজী, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরণ মাঝি, কাইউম খান, সুমন বেপারী, সোহেল গাজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন ও জুলহাস আহমেদ। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে যুবদল নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়