প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের হলরুমে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের দিনটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আলিম পাস করে তোমরা এ মাদ্রাসাতেই ফাজিলে পড়াশুনা করতে পারবে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনটি হয়েছে। এজন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে। শিক্ষকরা ভালোভাবে পাঠদান করতে হবে। যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে। তাদের সুচিন্তিত মনোভাবের কারণে অটোপাস না দিয়ে এবার পরীক্ষার আয়োজনে করা হয়েছে।
মাদরাসার ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ ও মাদরাসার নতুন ভবন নির্মাণের ঠিকাদার সুলতান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলিম পরীক্ষার্থী মোঃ মোহিবুল্লাহ, মোঃ শরীফ হোসেন ও মোঃ রাশেদ হোসেন, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ তানভীর হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার শিক্ষার্থী মোঃ মহিবুল্লাহ।