প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ হাজার ৭০ জন কৃষকের মাঝে সরিষা, বোরো ধান, ভুট্টা, চিনাবাদাম, গম, পেঁয়াজ, সূর্যমুখী, খেসারী, মসুর, টমেটো, মরিচ বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবু লাল সাহা, লিটন সাহা, কার্তিক চন্দ্র নন্দী, সাংবাদিক আবুল হোসেন, আলমগীর তালুকদার প্রমুখ।
এ সময় রবি প্রণোদনার আওতায় ৮০ জন কৃষককে গম, ২৫০ জন কৃষককে সরিষা, ৪০ জন কৃষককে সূর্যমুখী, ৪০০ জন কৃষককে ভুট্টা, ৪০ জন কৃষককে বাদাম, ১০ জন কৃষককে মুগ, ২০ জন কৃষককে মসুর, ১০ জন কৃষককে খেসারী, ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া ২ হাজার ২শ’ জন কৃষককে হাইব্রিড ধান বীজ ও ১ হাজার কৃষককে উফসী ধান বীজ ও সার বিতরণ করা হয়।