প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো মানুষ ও সৎ কর্মশীল হও। নিজেকে তৈরি করতে হবে ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার জন্যে।
তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেককে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে আগে প্রাতিষ্ঠানিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে। তিনি সকল পরীক্ষার্থীকে মোবাইলে আসক্তি না হয়ে পড়ালেখায় মনোনিবেশ হওয়ার অনুরোধ করেন।
সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য শেখ আবদুল হাই, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ শহিদ উল্লাহ খান, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবির ও সবিতা বিশ্বাস। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সিয়াম পাটওয়ারী।
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ সেলিম খান, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়াজী, ক্রীড়াবিদ মোঃ আরশাদ মজুমদার, বিএনপি নেতা ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শেখ সালমান, কলেজের প্রভাষক রোটারিয়ান মোঃ জাকির হোসেন, মোঃ মামুনুর রহমান, মোঃ রশিদ পাটওয়ারীসহ কলেজের সকল প্রভাষক ও কলেজের শিক্ষার্থীগণ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ১৪নং ওয়ার্ডের কাজী মাওলানা মোঃ আব্দুর রউফ খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা মোঃ হযরত আলী খান ও মাওলানা মোঃ নজরুল ইসলাম।