প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
পৌরসভা এলাকায় চলাচলের জন্যে অটোরিক্সার লাইসেন্স ফি পুনঃনির্ধারণ করায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়ন।
গত মঙ্গলবার পৌর মেয়রের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা শেষে মতবিনিময়কালে ইজিবাইক মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইজিবাইকের জন্যে স্ট্যান্ড, দৈনিক পৌরকর হ্রাস, ইজিবাইকের ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন পৌর মেয়র। বক্তব্য শেষে তারা আগামীদিনে মেয়রের সকল কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান পরান, ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক একেএম মনিরুল হক, সদস্য সচিব মোঃ মমিন হোসেন রাজু, সদস্য মোঃ শামীম হোসেন, মোঃ আজাদ পাটওয়ারী, মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।
উল্লেখ, ফরিদগঞ্জ পৌর এলাকায় চলাচলের জন্যে অটোরিক্সার লাইসেন্স ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্বে ধার্যকৃত লাইসেন্স ফি ছিলো ভ্যাট ট্যাক্সসহ ১৪ হাজার ৫শ’ টাকা। যা অটোরিক্সার মালিক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ২১ নভেম্বর ভ্যাট ট্যাক্সসহ ৯ হাজার ৮শ’ টাকা হিসেবে পুনঃনির্ধারণ করেছে পৌর পরিষদ।