বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ পৌর মেয়রকে ইজিবাইক মালিক শ্রমিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা
প্রবীর চক্রবর্তী ॥

পৌরসভা এলাকায় চলাচলের জন্যে অটোরিক্সার লাইসেন্স ফি পুনঃনির্ধারণ করায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়ন।

গত মঙ্গলবার পৌর মেয়রের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা শেষে মতবিনিময়কালে ইজিবাইক মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইজিবাইকের জন্যে স্ট্যান্ড, দৈনিক পৌরকর হ্রাস, ইজিবাইকের ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন পৌর মেয়র। বক্তব্য শেষে তারা আগামীদিনে মেয়রের সকল কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান পরান, ইজিবাইক মালিক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক একেএম মনিরুল হক, সদস্য সচিব মোঃ মমিন হোসেন রাজু, সদস্য মোঃ শামীম হোসেন, মোঃ আজাদ পাটওয়ারী, মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।

উল্লেখ, ফরিদগঞ্জ পৌর এলাকায় চলাচলের জন্যে অটোরিক্সার লাইসেন্স ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্বে ধার্যকৃত লাইসেন্স ফি ছিলো ভ্যাট ট্যাক্সসহ ১৪ হাজার ৫শ’ টাকা। যা অটোরিক্সার মালিক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ২১ নভেম্বর ভ্যাট ট্যাক্সসহ ৯ হাজার ৮শ’ টাকা হিসেবে পুনঃনির্ধারণ করেছে পৌর পরিষদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়