প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর ৮নং ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মেম্বারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাফরুল হাসান খোকনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচারণা বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মফিজুল ইসলাম মফু, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ফখরুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী রিসাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন, ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেহেদী হাসান জসিম ডিলার ও মেম্বার প্রার্থী মহাসিন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর আগামী ইউপি নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।