বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

খালেদা জিয়ার চিকিৎসা সুনিশ্চিত করার দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা সুনিশ্চিত করার দাবিতে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

২৩ নভেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রিপনের নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের কাছে স্মারকলিপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, ফোরামের সিনিয়র আইনজীবী অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ আবদুল্লাহিল বাকী, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ কামাল হোসেন, অ্যাডঃ আলম খান মঞ্জু সহ অন্য আইনজীবীগণ।

আইনজীবীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর এই শারীরিক অবস্থার অবনতি ঘটায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। দেশে আইনের শাসন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে বেগম খালেদা জিয়ার যুগান্তকারী ভূমিকা বাংলাদেশের আইন অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। এই আইন অঙ্গনের মানুষ হিসেবে আমরা মনে করি বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার্থে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ অতীব জরুরি হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়