প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
২৩ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর বড় স্টেশন মাদরাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে মুফতি সিরাজুল ইসলামকে সভাপতি, মাওলানা শরিফুল ইসলামকে সেক্রেটারি, মাওলানা ওমর ফারুক বাদশা মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মুফতি আরিফ বিল্লাহ কে প্রচার সম্পাদক করে চাঁদপুর জেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন যাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা লোকমান মাজহারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর। আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সলিমুল্লাহ, ছাত্র নেতা মঈনুদ্দিন মানিক, শাব্বির আহমদ, কাউসার আহমদ, ওবায়দুল্লাহ, ইব্রাহিম প্রমুখ।
উক্ত কাউন্সিলে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।