প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর টহল সদস্য মোঃ শাহ আলম গত ২১ নভেম্বর দিবাগত রাতে মুন্সেফপাড়া মহল্লায় টহল দেয়ার সময় গভীর রাতে ১টি পানির পাম্প রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে গুয়াখোলা মহল্লায় কর্মরত টহল সদস্য মোঃ নজরুল (ভুট্টু)-এর সহায়তায় পাম্পটি অঞ্চল-৫ এর কার্যালয়ে রাখেন। পরদিন মহল্লার দোকানদাররা কমিউনিটি পুলিশের টহল সদস্য একটি পানির পাম্প পেয়েছে কিনা জানতে চাইলে মোটর পাম্পটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পাম্পের মালিক মুন্সেফপাড়ার হুমায়ুন কবির জানান, তিনি রাতে ওষুধ নিতে এসে মোটরটি দোকানের পাশে রেখে ভুলে বাসায় চলে যান। পরদিন তার মনে পড়ে মোটরটির কথা। পরে তার বর্ণনা মতে অঞ্চল-৫-এর অফিস থেকে হুমায়ুন কবিরকে পাম্পটি বুঝিয়ে দেয়া হয়।