সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০

কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সমাবেশ ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার সভাপতি আলহাজ¦ মৌলভী আঃ হক শাহজী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

সকাল ১০টায় কচুয়া ডাকবাংলো সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ আল কাদেরীর সভাপতিত্বে ও ইসলামী যুবসেনা কচুয়া শাখার সভাপতি শাহজালাল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডঃ দেলোয়ার হোসেন পাটওয়ারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখার সহ-সভাপতি মাওঃ মাসুদ হোসাইন আল কাদেরী, উপদেষ্টা আঃ মবিন, ডাঃ এনামুল হক মিন্টু, আঃ সালাম সওদাগর, যুগ্ম সম্পাদক আঃ হক ও মাওঃ মফিজুল ইসলাম আল কাদেরী, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, নির্বাহী সদস্য আঃ মান্নান, জাহেদ তালুকদার, সমন্বয়ক আব্দুস সাত্তার, জুলুছ কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবু নাছের মিয়াজী, গোহট উত্তর ইউনিয়ন শাখার সভাপতি দুলাল প্রধান প্রমুখ।

সমাবেশ শেষে বর্ণাঢ্য আয়োজেন অনুষ্ঠিত হয় জশনে জুলুছ। জুলুছটি কচুয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মজসিদ মাঠে মিলিত হয়ে মিলাদ মাহফিল করে। মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়ার এনায়েতপুর দরবার শরীফের পীর মাওঃ গোলাম গাউস।

এছাড়া দিবসটি পালনকল্পে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়