বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪১

স্বপ্নপূরণের রূপকথা: ৫০ টাকার শ্রমিক থেকে কোটি টাকার কৃষি উদ্যোক্তা মুন্সীগঞ্জের গফুর

স্বপ্ন বুনে কোটিপতি

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
স্বপ্ন বুনে কোটিপতি
ছবি :আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আব্দুল গফুর। একসময় যিনি মাত্র ৫০ টাকার মজুরিতে কাজ করতেন, আজ তিনি পরিচিত একজন সফল কৃষি উদ্যোক্তা ও স্বাবলম্বী কৃষক হিসেবে। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন সংগ্রাম আর সাফল্যের এক অদ্বিতীয় উদাহরণ।

কষ্টের শুরু, সম্ভাবনার যাত্রা:গফুরের শৈশব কেটেছে তীব্র দারিদ্র্যের মধ্যে। পরিবারের ৯ সন্তানের মধ্যে দ্বিতীয় ছেলে হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের ভার কাঁধে নিতে হয় তাকে। পরের জমিতে কাজ করে যা আয় হতো, তা দিয়েই কোনো রকমে চলতো পরিবার।

পরবর্তীতে তিনি এলাকার বড় ভাইদের সঙ্গে হাড়ি-পাতিল ব্যবসা করতে শুরু করেন। ভাইদের সঙ্গে ফরিদপুরে যাতায়াতের সময় নৌকায় রক্ষিত মালামালের নিরাপত্তার জন্য তাকে দেওয়া হতো মাসিক ৫০ টাকা বেতন। এই সামান্য আয় দিয়েই তিনি স্বপ্ন দেখতেন একদিন নিজের ভাগ্য বদলানোর।

নিজের পায়ে দাঁড়ানোর লড়াই:বড় ভাইদের কাছ থেকে ব্যবসার কলাকৌশল শিখে নিজেই ব্যবসা শুরু করেন। প্রথমেই তিনি তার তিন বোনের বিয়ে দেন, এরপর নিজের বড় ভাইকেও। সংসার সামলে কিছুদিন পর তিনি বিদেশে পাড়ি জমান।

প্রবাস থেকে ফিরে বদলে যাওয়া জীবন:সাত বছর প্রবাসে থেকে সঞ্চিত অর্থ দিয়ে তিনি নিজ গ্রামে জমি কেনেন। জমির একটি অংশে নিজস্ব বাড়ি তৈরি করেন এবং বাকিটাতে ধান, পাট ও সবজি চাষ শুরু করেন। তার চাষাবাদ থেকে যে আয় হতো, তা দিয়ে ধীরে ধীরে তার পরিবার আর্থিকভাবে সচ্ছল হতে শুরু করে।

উন্নতির সিঁড়ি বেয়ে শীর্ষে ওঠা:পরিবারের একমাত্র ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আত্মীয়-স্বজন এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেন। ছেলে বিদেশে টাকা পাঠানো শুরু করলে সেই টাকা দিয়ে ঋণ শোধ করেন এবং নিজের মেয়েদের বিয়েও দেন।

এরপর তার আয় এবং উদ্যোগ আরও প্রসারিত হয়। তিনি ধান মাড়াই যন্ত্র, একটি রাইস মিল এবং চারটি অটো রিকশা কিনে ভাড়া দেওয়া শুরু করেন। প্রতিদিন নিজের সবজি চাষ থেকেও আয় করছেন প্রায় এক হাজার টাকা।

উদ্যোক্তা হিসেবে উজ্জ্বল গফুর:গফুর এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। তার বাড়িতে অটো রিকশার জন্য গ্যারেজ, রাইস মিল এবং জমিতে উন্নত চাষাবাদের জন্য সব ব্যবস্থা রয়েছে। তার সফলতার গল্প এলাকার অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

গফুরের নিজের ভাষায়: গফুর বলেন, "জীবনের শুরুতে আমি কিছুই ছিলাম না। কিন্তু আজ আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। আমার স্বপ্ন ছিল আমার সন্তানদের সুখী জীবন দেওয়া। আল্লাহর রহমতে তা করতে পেরেছি।"

উপসংহার: ৫০ টাকার মজুরি থেকে শুরু করে কোটি টাকার কৃষি ব্যবসার মালিক হয়ে ওঠা গফুরের গল্প কেবল সংগ্রামের নয়, এটি অদম্য ইচ্ছাশক্তির বিজয়ের গল্প। তার জীবন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, ধৈর্য ও পরিশ্রম দিয়ে জীবনের যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়