প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৯
মতলব উত্তরে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মতলব উত্তর উপজেলায় 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপজেলার ছেংগারচর পৌরসভা ফুটবল দল মুখোমুখি হয়েছিলো একলাশপুর ইউনিয়ন ফুটবল দলের। খেলায় ছেংগারচর পৌরসভা ফুটবল দল ৩-০ গোলে একলাশপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে বিজয় লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশ্রাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি) আক্তার হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহজাহান মিয়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট ১৫ টিম খেলায় অংশগ্রহণ করছে।