প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
উপসচিব মনিরুজ্জামান ভূঁইয়ার পিতার ইন্তেকাল
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান ভূঁইয়ার পিতা, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আমিন উদ্দিন ভূইয়া (৭৫) ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রোববার বিকেলে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ৩ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৪) বাদ জোহর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তাঁরই সুযোগ্য সন্তান উপসচিব মনিরুজ্জান ভূইয়া। জানাজায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শাখার সভাপতি বিল্লাল হোসেন মিয়াজী, বেলঘর রাজাপুরা আরেফিয়া মাদ্রাসার মহতামিম আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ শরীফ আহমেদ, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. কলিম উল্লাহ ভূঁইয়া, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হাসানাত পাটোয়ারী ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার। এ ছাড়াও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল উপস্থিত ছিলেন।