মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:১১

৩ ঘণ্টা পর হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা পর হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) দুপুর ১২টা ৪৫ মিনিটে ওই সড়কে যান চলাচল শুরু হয়।এর আগে সকাল ১০টায় পথচারীদের জীবনরক্ষা ও নিরাপদ সড়কের দাবিতে চাঁদপুরের মনতলা বাজারে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

ওই সড়কের বিভিন্নস্থানে সংস্কারের পর স্পিড ব্রেকার না থাকায় গত ১ সপ্তাহে ৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মসজিদের ইমামসহ দুজন নিহত এবং গুরুতর আহত হন পাঁচজন।

এ বিষয়ে স্থানীয় মেহেদী হাসান জানান, সড়কটি সংস্কারের পর থেকে দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের পাশেই চালিয়াপাড়া মসজিদের ইমামসহ দুজন মারা গেছেন।

মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন ও মোতাহের হোসেন জানান, এখানে দুটি স্পিড ব্রেকার ছিলো, কিন্তু সড়ক সংস্কারের পর তা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্পিড ব্রেকারের জন্যে চাঁদপুরে সড়ক বিভাগ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেও সুরাহা হয়নি। অতি দ্রুত এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে।

অন্যদিকে, ৩ ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে পৌঁছান ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় তার আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থী এবং স্থানীয়রা। সূত্র : সময় টিভি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়