মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:০২

পিকআপের ধাক্কায় আহত ইমামের মৃত্যু

পিকআপের ধাক্কায় আহত ইমামের মৃত্যু
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চারদিন পর হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলাম (২৮) নামের মসজিদের ইমাম মারা গেছেন। রোববার (১২ জানুয়ারি ২০২৫) বিকেলে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলাম চালিয়াপাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি ২০২৫) বিকেলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া বাজারে একটি দ্রুতগামী পিকআপ (মিনিট্রাক)-এর ধাক্কায় গুরুতর আহত হন হাফেজ মাওলানা শাহানুর ইসলাম। ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার স্বজনরা তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান এবং সেখানেই তিনি চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার বিকেলে মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী জহিরুল ইসলাম।

এদিকে হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে তাঁর মাগফেরাত কামনা করে অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে সমবেদনা জানাতে দেখা গেছে। সূত্র : সময় টিভি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়