প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ানের স্ত্রী এবং চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি সাইফুল আজমের মা মরহুমা সিতারা আজিজের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর দিনে পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ তরপুরচ-ী হাফেজ মমতাজ উদ্দিন (রঃ) সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় হিফজখানার ছাত্র ও শিক্ষকদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, মরহুমার স্বামী আঃ আজিজ দেওয়ান, ছেলে সাইফুল আজম, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ মরহুমার নাতি ও আত্মীয় স্বজন। দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সকল ছাত্র উপস্থিত ছিলেন।