সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ০০:০০

বাগাদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন
সোহাঈদ খান জিয়া ॥

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের আয়োজনে ও পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ খানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব একেএম মাওঃ নেয়ামত উল্লাহ খান। সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

আলোচনা করেন গাছতলা দরবার শরীফের পীরজাদা হাফেজ মোঃ ফরিদ, পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ জাকির হোসেন হিরু, গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা জোবায়ের, নানুপুর দরবার শরীফের পীরজাদা আহম্মদ উল্লাহ, মাওঃ আব্দুল কাদের, চৌরাস্তা বাজার জামে মসজিদের ইমাম মাও মোঃ আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বাগাদী ইউনিয়নের সকল মসজিদের ইমামসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আবদুল কাইউম। নাতে রাসুল পরিবেশন করেন মহিউদ্দিন ও হাফেজ মোঃ নাজির আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব একেএম নেয়ামত উল্লাহ খান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়