সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার অপরাধে

কুমিল্লায় র‌্যাব কর্তৃক একজন গ্রেফতার

কুমিল্লায় র‌্যাব কর্তৃক একজন গ্রেফতার
অনলাইন ডেস্ক

গত ১৩ অক্টোবর কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নানুয়ার দিঘিরপাড় পূজা মণ্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা (২৬) নামে এক যুবক তার নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

ঘটনার সূত্রে জানা যায়, গোলাম মাওলা একটি দোকানে ভিডিও এডিটর হিসেবে কাজ করে। ঘটনার সময় গোলাম মাওলা কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নানুয়ার দিঘিরপাড় পূজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপের বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। উক্ত ঘটনা র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর নজরে আসলে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত ঘটনার সত্যতা পায়। যার প্রেক্ষিতে একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উস্কানিমূলক ছবি, ভিডিও ও অপপ্রচারমূলক লেখা পোস্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ধর্মীয় উগ্রবাদকে উসকে দেয়ার জন্য হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার বুড়িচং থানার কালিকাপুর মধ্য দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে গোলাম মাওলা (২৬)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগে মাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উস্কানিমূলক ভিডিও পোস্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়