প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
মা ইলিশ রক্ষা অভিযানের একাদশ দিনে পদ্মা মেঘনার চাঁদপুরের নৌ-সীমানায় অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকার জাল জব্দসহ ২৬ জেলেকে আটক পূর্বক জেল দেয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার পদ্মা মেঘনায় ১০টি অভিযান ও ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চালিয়ে ৩৮ হাজার মিটার জাল আটক করা হয়। যার মূল্য প্রায় ৭৬ হাজার টাকার অধিক। এ সময় চাঁদপুর সদর উপজেলার ২৬ জন অসাধু জেলেকে আটক পূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে জেলা মৎস্য অধিদপ্তর ৬টি মামলা করেছে বলে জেলা মৎস্য কর্মকর্তা সূত্রে জানা যায়। এদিন চাঁদপুর সদরে ৪টি, হাইমচর ২টি, মতলব উত্তরে ১টি, মতলব দক্ষিণে ১টি, হাজীগঞ্জে ১টি, ফরিদগঞ্জে ১টিসহ মোট ১০টি অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন এ সকল স্থান থেকে ০.০৮০০০ মেঃ টন ইলিশ আটক করা হয়।
এদিন হরিণা নৌপুলিশ কর্তৃক ৭ আসামীর বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা করা হয়। এছাড়াও সদর নৌ থানা পুলিশ কর্তৃক ৩টি নিয়মিত মামলার আসামী ১৯ জন এবং সদর নৌ থানার হেফাজতে ৪টি নৌকা জব্দ রয়েছে।
জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় মোহনপুর থেকে হাইমচর পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা ও মেঘনায় অভিযান চলাকালীন সকল প্রকার মাছ ধরার উপর বিধি-নিষেধ থাকলেও প্রতিদিনই অসাধু জেলেদের মাছ ধরার প্রবণতা দেখা যায়।