প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় সদর উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেনের কাছে জমা দিয়েছেন।
এ সময় সদর থানা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফখরুল আমীন সুমন, লোকমান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল মল্লিক, বিএনপি নেতা ইব্রাহীম তালুকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুবদল নেতা ইকবাল খান, ফয়েজ, মিজান, ফয়সাল, ইমাম গাজী, করিম, সেলিম হাজী, আলী, মঞ্জর প্রধানীয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মনিরুজ্জামান পাটওয়ারী, মমিন, হাবিব খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, ছাত্রদল নেতা সোহাগ, আল আমীন খান, আহাদ খান, আমিন হোসেন, কাউছার হোসেন, নজরুল ইসলাম মিজি, শাহাদাত হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।