প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
হাজীগঞ্জে এমন ভয়াবহ ন্যাক্কারজনক ঘটনা ইতিপূর্বে সংঘটিত হয়নি। দুর্ভাগ্যবশত বুধবার রাতে হাজীগঞ্জে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেছেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান বাচ্চু। তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে এ সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল মান্নান খান বাচ্চু বলেন, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে কোনোভাবেই যেনো সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে না উঠত পারে এবং সবার মধ্যে যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। এ ব্যাপারে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা একান্ত কাম্য।