প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ কামাল।
বুধবার (১৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। মণ্ডপের সার্বিক খোঁজখবর ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তাঁরা বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই। পূজামণ্ডপে যদি কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে ব্যবস্থা নেয়া হবে। আমরা মনে করি, ধর্ম যার যার উৎসব সবার। তাই কোনো অশুভ শক্তি যেনো এ আনন্দমুখর পরিবেশের বিঘœ ঘটাতে না পারে সেজন্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীসহ আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।