প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। ১৩ অক্টোবর বুধবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন : সাগর (২০), হৃদয় (২১) ও মেহেদী (১৯)। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার করা হয়। আহত দুজনের বাড়ি বাগাদী চৌরাস্তায় ও অপরজনের বাড়ি সকদি রামপুর। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে বাবুরহাট থেকে ওয়্যারলেসের দিকে আসার পথে ওভারটেক করার সময় একটি সিএনজি অটোরিকশা মোটরসাইকেলের মুখোমুখি হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তারা রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।