প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুরবাসীর অত্যন্ত প্রিয়ভাজন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর পৌর কমিটির দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান পাটওয়ারীর আজ ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের ১৪ অক্টোবর দুপুরে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদীস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাঁকে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরদিন ১৫ অক্টোবর চাঁদপুর পৌর ঈদগাহে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।