প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল তাঁর সম্মানি ভাতা নেন না। এই ভাতার অর্থ তিনি অসহায় মানুষের পেছনে ব্যয় করেন। একজন অসহায় মানুষ যেনো কিছু একটা করে উপার্জন করতে পারে, সে জন্যে তাকে পুঁজি হিসেবে তাঁর ভাতার অর্থ তিনি দিয়ে দেন। অবশ্য এমন ঘোষণা তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর পরই দিয়েছিলেন। তাঁর ঘোষণা তিনি রক্ষা করে যাচ্ছেন। প্রত্যেক মাসেই তিনি কোনো না কোনো অসহায় মানুষকে তার প্রয়োজনীয় কিছু একটা সামগ্রী কিনে দেন তাঁর ভাতার অর্থ দিয়ে।
সম্প্রতি তিনি চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের খাদিজা বেগম নামে এক অসহায় নারীকে একটি সেলাই মেশিন কিনে দেন। এছাড়া একজন শারীরিক প্রতিবন্ধীকে তার চলাচলের জন্যে একটি হুইলচেয়ার প্রদান করেন। মেয়রের এই মহানুভবতাকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন চাঁদপুরবাসী।