সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

মতলবে বিস্মিল্লাহ মিল মালিকসহ ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব বাজারে বিস্মিল্লাহ মিল মালিককে নকল হলুদ তৈরি ও অন্য ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

বিস্মিল্লাহ মিলে নকল হলুদ (চাল ও ভুট্টার গুঁড়া মিশিয়ে) তৈরির সময় ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে ধরে মিল মালিক হাজী মোঃ মনির হোসেনকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে সুনীল ঘোষের মুদি দোকানে ১ হাজার ৫শ’ টাকা, সুধাংশ ঘোষের দোকানে ১ হাজার ৫শ’ টাকা, আশুতোষের দোকানে ২ হাজার টাকা, অজয় সাহার দোকানে ২ হাজার টাকা, খোকনের দোকানে ২ হাজার টাকাসহ বিভিন্ন দোকানে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও অনুমোদিত পণ্য বিক্রয়ের জন্যে সংরক্ষণ করায় জরিমানা করা হয়েছে। এছাড়াও জনগণকে হয়রানি করা থেকে বিরত থাকাসহ সকলকে সতর্ক করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়