সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিএসটিআইয়ের অনুমোদনহীন কয়েল বিক্রি, দ্রব্যমূল্যের তালিকা না টানানো ও মেয়াদহীন চানাচুর বিক্রির দায়ে ব্যবসায়ীগণকে জরিমানা দিতে হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারা অনুযায়ী তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় হাজীগঞ্জ বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর হোসেন। এ সময় তিনি কাঁচামাল, মুদি, বেকারী পণ্য ও ডিলারশীপ (পরিবেশক) প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে একটি ডিলারশীপ প্রতিষ্ঠানে সরকার কর্তৃক অনুমোদনহীন ও নিষিদ্ধ তুলশীপাতা ও ফাইন ম্যাক্স মশার কয়েল বিক্রির অপরাধে নগদ ৫ হাজার টাকা, একটি মুদি দোকানে মূল্য তালিকা না সাঁটানোর কারণে ৫ হাজার টাকা ও একটি বেকারী পণ্যের দোকানে চানাচুরের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য না থাকায় ৪ হাজার টাকাসহ মোট তিনটি প্রতিষ্ঠানে নগদ ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকি কার্যক্রমে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া ও আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়