প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক বিএম আব্দুল বারী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) ফরিদগঞ্জ ওয়াপদায় তার নিজ বাসভবনে সকাল পৌনে ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি খাদ্যনালীতে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। সবশেষ চিকিৎসার জন্যে তিনি ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সেখান থেকে তিনি বাসায় ফিরেন।
বিএম আব্দুল বারী ১৯৯৩ সালে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা বাদ জোহর ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ বাড়ি ৫নং ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব গুপ্টি হাজী বাড়ি জামে মসজিদের সামনে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।