সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০

মফিজ-মনির-বাতেন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচনে মফিজ-মনির-বাতেন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। সংসদের ১৯ সদস্য বিশিষ্ট প্যানেলের ১৮টি পদেই একক প্রার্থী। শুধুমাত্র প্রচার সম্পাদক পদে প্রার্থী দুইজন। এই দুইজনের একজন আজকে তার মনোনয়ন প্রত্যাহার করে ফেলতে পারেন। তখন পুরো প্যানেলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার অপেক্ষায় থাকতে হবে।

জানা গেছে, আগামী ১৬ অক্টোবর চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন পৌর কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা। সহকারী কমিশনার হচ্ছেন প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস ও পৌর কর্মচারী মুসলিম বেপারী। নির্বাচনে সভাপতি পদে মফিজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি পদে মনিরুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল বাতেন বেপারী প্যানেল থেকে ১৯টি পদেই মনোনয়নপত্র দাখিল করা হয়। প্যানেলের বাইরে শুধু প্রচার সম্পাদক পদে নজিবুল হক খান সেলিম মনোনয়নপত্র জমা দেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজকে নজিবুল হক তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। যদি তাই হয়, তাহলে মফিজ-মনির-বাতেন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলো। তখন আর ১৬ অক্টোবরের ভোট হবে না।

উল্লেখ্য, এই নির্বাচনে মোট ভোটার ২১৭ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়